নিজের জেলা শহরে সিনেমার শুটিং করতে গিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সোনার চর চলচ্চিত্রের শুটিং করছেন সেখানে। এ নিয়ে নিজ জেলা শহর পিরোজপুরে দ্বিতীয় কোনো সিনেমার শুটিং করছেন এই অভিনেতা। সোনার চর নামের এই চলচ্চিত্রে মৌসুমী ও ওমর সানী অভিনয় করছেন।
এই সিনেমার শুটিং করতে গিয়ে জায়েদ খানকে বেশ কষ্ট করতে হচ্ছে। শীতেরর সকালে কাদার-পানিতে শুটিং, কখনওবা খেজুরের রস বিক্রি করতে হচ্ছে। আবার পাকিস্তানি হানাদারদের কাছ থজেকে পালাতে গিয়ে কুমির থাকা নদীতে লাফ দিয়ে পড়ে সাঁতরাতে হচ্ছে।
আজ শুক্রবার সোনার চর শুটিং এর একটি দৃশ্য ছিল পাকিস্তানি আর্মিদের কাছ থেকে পালাতে হবে। সে অনুযায়ী পালাতে গিয়ে নদীতে লাফ দেন জায়েদ খান। এরপর অনেকটা পথ সাঁতরাতে হয় তাঁকে।
বিষয়টি নিয়ে বলেন, সোনার চর একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এই চলচ্চিত্রতে আমি নিখুঁতভাবে অভিনয় করার চেষ্টা করছি। আজ একটি দৃশ্য ছিল কালীগঙ্গা নদীতে আমাকে লাফ দিতে হবে। ছোটবেলা থেকেই জানি এই নদীতে কুমির আছে, আমরা দেখেছি। ফলে লাফ দেব কি না সিদ্ধান্ত নিতে পারছিলাম না।
এই অভিনেতা বলেন, যেহেতু অভিনয় করতে এসেছি। ঝুঁকি নিতেই হবে। অবশেষের লাফ দিলাম। তারপর অনেকটা পথ সাঁতরাতে হলো। খুবই কষ্টকর একটি দৃশ্য ছিল। ফাইনালি ভালোভাবে শেষ হয়েছে।
সিনেমাটির গল্পের প্রসঙ্গে জায়েদ খান বলেন,‘৭৫ এ বঙ্গবন্ধুর হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আশা সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও। মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি। ’
সিনেমায় আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
