বর্তমান প্রজন্মের কাছে অঞ্জলি অরোরা (Anjali Arora) নামটা হল এক আলাদা সেন্সেশন। তাঁর কিউটনেস এবং অপার সৌন্দর্যে ঘায়েল নেটপাড়ার সকলেই। এতো অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো। বরাবর নাচ-গান করতে ভালোবাসেন অঞ্জলি। তাই অনেকদিন আগে থেকেই নেটদুনিয়ায় বিভিন্ন রকমের রিল ভিডিও এবং ফটো আপলোড করতেন তিনি। প্রত্যেকটি ভিডিও সুপার ভাইরাল হতো। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদামে’র হাত ধরে।
এমনিতেই অঞ্জলির শেয়ার করা প্রতিটি পোস্টই নজর কাড়ে নেটিজেনদের। কিছুদিন আগেই তাঁর স্নান ঘরের মধ্যে একটি ভিডিও ফের ভাইরাল হয়েছিল। যেখানে তাঁর অতিরিক্ত কিউটনেস এবং কিলার লুক মিলেমি;শে একাকার হয়ে গিয়েছিল। তবে এমএমএস কাণ্ডে জড়িয়ে যাওয়ার পর একাধিক বিতর্কের মুখে পড়েছিলেন অঞ্জলি। তবে নিজের স্বপক্ষে বেশ কিছু কথাও বলেছিলেন বিতর্কিত মডেল উরফি জাভেদের এই বান্ধবী। সম্প্রতি MMS-এর পর ফের ভাইরাল অঞ্জলি অরোরার গোপন ভিডিও! যা নিয়ে শোরগোল নেটদুনিয়া।
কিছুদিন আগেই অঞ্জলি অরোরার আবারো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। যেখানে তিনি ‘কাঁচা বাদাম’, ‘ও আন্তাভা’, ক্যাটরিনা কাইফের ‘শীলা কি জাওয়ানি’ সহ বর্তমানে একাধিক ট্রেন্ডিং গানের সঙ্গে একটি মিক্সড গানের রিল ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই পুরোনো সমস্ত বিতর্ককে পিছনে ফেলে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। ইতিমধ্যেই এই ভিডিও নেটিজেনদের কাছে তুমুল পরিমাণে গ্রহণযোগ্যতা পেয়েছে।
বেশ কয়েক মাস আগেই ইউটিউবে এই রিল ভিডিও শেয়ার করা হয়েছে। বর্তমানে এই ভিডিওর ভিউ প্রায় ৮৬ হাজার এর কাছাকাছি। এছাড়া নেটিজেনদের বিভিন্ন রকমের মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। এক্সিলেন্ট, নাইস ইত্যাদি বিভিন্ন রকমের ইতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে অঞ্জলির অনুরাগীদের। আপাতত নেটদুনিয়া তোলপাড় করে বেড়াচ্ছে, কাঁচা বাদাম খ্যাত এই মেয়ে।