অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের সংসার নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম ঢালিউড। ২০২২ সালের শুরুতে এই জুটি বিয়ের খবর দিলেও শেষ মুহূর্তে এসে ভাঙনের ইঙ্গিত দিয়েছেন পরীমনি।
এরপর স্বামী রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন পরী। তবে এসব বিষয়ে কিছুই বলেননি অভিনেতা রাজ। তিনি বরং সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার বলার অধিকার রয়েছে। সে বলতেই পারে। এছাড়াও এমনটাও জানিয়েছেন, পরীকে ভালোবাসেন বলে চুপচাপ রয়েছেন তিনি।
রাজ-পরীর সংসার ভাঙার গুঞ্জন নিয়ে যখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা, সেই সময় সুখবর দেন অভিনেত্রী।
সোমবার (২ জানুয়ারি) তিনি জানান, ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাবে মঙ্গলবার।
গানটি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার। এতে পরীরর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ।
তবে পরীর দেওয়া সুখবর অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি। চিত্রনায়িকা ফেসবুক ভেরিফাইড পেজে গানটি শেয়ার করে লিখেছেন, ‘উপভোগ করুন।’
গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
