দাম্পত্যের গুরুত্বপূর্ণ দিক প্রেম, ঘনিষ্ঠতা। চোখে চোখ। হাতে হাত। যার সঙ্গে ঘর বেঁধেছেন তার সঙ্গে একই বিছানা ভাগ করে নেয়াও নতুন নয়। তবে নিরাপদ যৌ;নতা সবসময়ই জরুরি। নইলে ক্ষতি হতে পারে উভয়েরই।
সেক্ষেত্রে ক;নড;মের উপরেই ভরসা রাখেন সবাই। এতকাল পুরুষ এবং নারী দুইজনেই পৃথক পৃথক ক;নড;ম ব্যবহার করতেন।
তবে এবার পরিবর্তনের জোয়ার লাগল কনডমেও। এবার একই ক;ন;ডম ব্যবহার করতে পারবেন সঙ্গী এবং সঙ্গিনী উভয়েই।
নিশ্চয়ই অবাক হচ্ছেন। আপনি অবাক হলেও এটিই সত্যি। চলুন গোটা বিষয়টি এবার খোলসা করা যাক। মালয়েশিয়ার স্ত্রীরোগ বিশেষজ্ঞ জন টং ইং চিং বেশ কয়েকদিন পরীক্ষা নিরীক্ষা করে ‘ইউনিসে;ক্স ক;নড;ম’ তৈরি করেছেন।
ওয়ান্ডালিফ সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। এই ধরনের ক;ন;ডম ব্যবহার করতে পারবেন নারী এবং পুরুষ উভয়েই। বিশ্বে এই প্রথম উ;ভলি;ঙ্গ কনডম তৈরি হয়েছে বলেই দাবি ঐ স্ত্রীরোগ বিশেষজ্ঞের।
স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, ক;নড;মটি পলিইউরেথানে দিয়ে তৈরি। পলিইউরেথানে যৌ;না;ঙ্গে চো;টাঘা;ত সারাতে কাজে লাগে। আর পাঁচটা সাধারণ ক;নড;মে;র সঙ্গে এর কোনো ফারাক নেই। যুগলেরা ক;নড;ম ব্যবহার করে একইরকম যৌ;নতৃপ্তি অনুভব করতে পারবেন বলেই দাবি প্রস্তুতকারক সংস্থার।
একাধিকবার পরীক্ষা নিরীক্ষার পরই উভলি;ঙ্গ ক;নড;মটিকে বাজারে আনা হচ্ছে বলেই দাবি স্ত্রীরোগ বিশেষজ্ঞের। এই ক;ন;ডম ব্যবহারে অনিচ্ছাকৃত গর্ভধারণ কিংবা যৌ;নতার ফলে কোনো অসুখ হওয়ার সম্ভাবনা নেই বলেই দাবি তার।
আপনিও কি এই ধরনের ক;নড;ম কিনতে চান? স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানান, আগামী ডিসেম্বরেই পাওয়া যাবে ক;ন;ডমটি। প্রতি বাক্সে থাকবে দুইটি করে ক;ন;ড;ম। অনলাইনেই কিনতে পারবেন এটি। অ্যাডভেঞ্চার প্রিয় যুগলেরা বিছানায় ঝড় তোলার সময় ‘ইউনিসে;ক্স ক;ন্ডোম’ বেছে নেবেন বলেই আশা স্ত্রীরোগ বিশেষজ্ঞের।
সূত্র: সংবাদ প্রতিদিন
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
