দীর্ঘদিন পর সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা এবার ঈদের বিশেষ ধা’রাবাহিকে অ’ভিনয় করেছেন।
৭ পর্বের বিশেষ এই ধা’রাবাহিকটির নাম ‘থ্রি ব্যাচেলর’। রুহুল আমিন পথিকের রচনায় এটি নিমাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ।
ধা’রাবাহিকটির গল্পে রেহনুমা’র প্রেমিক হিসেবে দেখা যাব’ে তিন ব্যাচেলর মা’রজুক রাসেল, চাষী আলম ও পীযূষ সেন বেনু। এবারের ঈদে একুশে টিভি ও এম কে প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে। ৮ বছর ধরে সংবাদ উপস্থাপনার সঙ্গে জড়িত রেহনুমা।
গত বছর রেহনুমা মুরসালিন শুভর ‘ভাড়াটিয়া’ নাটক এবং চিত্রনায়ক ইমনের সঙ্গে ইমেল হকের নির্মাণে মধুমতি ব্যাংকের বিজ্ঞাপনে কাজ করেন। সে কাজগু’লো তখন অনেক সাড়া পায়। প্রচারের অ’পেক্ষায় রয়েছে তার অ’ভিনীত সোহেল আরমানের ‘রাজপুত্র’, চয়নিকা চৌধুরীর ‘সংসার’সহ বেশকিছু নাটক।
ধা’রাবাহিকটি নিয়ে রেহনুমা বলেন, ‘ছোটবেলা থেকেই নিজেকে পর্দায় দেখার ইচ্ছা থেকে সংবাদ উপস্থাপনা পেশায় আসা। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। সেই হিসেবে কিছু বিশেষ নাটক ও ধা’রাবাহিকে অ’ভিনয় করেছি। আশা করছি, কাজটি সবার কাছে উপভোগ্য হবে।’
 Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				
 
						
					 
						
					 
						
					 
						
					 
						
					