বর্তমানে মাহি ৯ মাসের অ’ন্তঃসত্ত্বা। চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রে’প্তারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। আর একজন গ’র্ভবতী মাকে এভাবে গ্রে’প্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমণি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপা অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন।
গতকাল শনিবার (১৮ মার্চ) কারা’গার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মাহির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।
ইতোমধ্যে পোস্টটিতে সাড়ে ৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ২৫ বার শেয়ারের পাশাপাশি মন্তব্যও করেছেন অনেকে। শনিবার পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন মাহি। পরে এ দিন রাতেই রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে কারামুক্ত হন এই নায়িকা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
