আজ শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এশিয়ার অলিম্পিক খ্যাত ‘এশিয়ান গেমস-২০২২।’ অবশ্য তার আগেই বাংলাদেশ বক্সিংয়ের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে। আজ শনিবার প্রথম রাউন্ডে ওয়াক ওভার পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভুত বক্সার জিনাত ফেরদৌস। তিনি পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে।
অবশ্য তিনি একা নন। প্রথম রাউন্ডে অংশ নেওয়া সব নারী বক্সাররাই ওয়াক ওভার পেয়েছেন। পরবর্তী রাউন্ডের খেলা আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এবার যে ১৭টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। তার মধ্যে অন্যতম সম্ভাবনাময় ইভেন্ট বক্সিং। যেখানে স্বপ্ন দেখাচ্ছেন আমেরিকা প্রবাসী জিনাত।
ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ায় জিনাত খুশি হলেও সন্তুষ্ট নন। কারণ তিনি রিং দেখার সুযোগ পাননি, সুযোগ পাননি প্রতিপক্ষকে দেখার, তার সামর্থ্য জানার, ‘আসলে ভালো হলো কিনা বুঝতেছি না। তবে আমি খুশি। অবশ্য স্টেডিয়ামে যেতে পারিনি প্রতিপক্ষকে দেখতে পারিনি। তার সামর্থ্য সম্পর্কে ধারনা পাইনি। খেলতে পারলে ভালো হতো। আমি এই ম্যাচটির জন্য প্রস্তুত ছিলাম।’
দ্বিতীয় রাউন্ডে যাদের সঙ্গে তার খেলা পড়বে তাদের সম্পর্কে জিনাত বলেন, ‘আসলে পাঁচ মাস আগে ও আজকে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। অনেক কিছু পরিবর্তন হয়।’
এশিয়ান গেমসে বক্সিং কতোটা কঠিন? এই প্রশ্নের জবাবে জিনাত বলেন, ‘অবশ্যই কঠিন। এখানে সেরা দশজন বক্সার আছেন। যারা খুবই ভালো করেন। তাদের বিপক্ষে লড়াই করাটা সহজ হবে না কারও জন্যই।’