হঠাৎ জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। সূত্র জানিয়েছে, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

বন্যায় দেশের ছয় জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পেয়েছে মন্ত্রণালয়। তবে কালের কণ্ঠের প্রতিনিধিদের কাছ থেকে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্যে জানানো হয়েছে, বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ছয়টি। জেলাগুলো হলো- কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলা।

ছয়টি জেলায় মোট এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। ফেনী জেলায় একজনের মৃত্যু হয়েছে।