ঘরের মধ্যে পড়ে ছিল মৃত ছেলে, জানে না অন্ধ বাবা-মা, কাতরাচ্ছিলেন ক্ষুধায়

ছেলে মারা গেছেন চারদিন। কিন্তু বুঝতে পারেননি বৃদ্ধ মা-বাবা। খাবার চেয়ে তারা ছেলেকে ডেকেও সাড়া পাননি। ফলে বাধ্য হয়ে ৩০ বছর বয়সী মৃত ছেলের সঙ্গে বসবাস করতে হয় তাদের।

ভারতের হায়দরাবাদের অন্ধ কলোনিতে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ওই ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তার প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। এরপর তারা গিয়ে দেখেন সেখানে পড়ে আছে মরদেহ।

স্থানীয় থানার প্রধান কর্মকর্তা সুরিয়া নায়ক বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ৬০ বছর বয়সী অন্ধ ওই বাবা-মা তারা তাদের ছেলেকে খাবার ও পানির জন্য ডাকাডাকি করছিলেন। কিন্তু তাদের গলার স্বর কম হওয়ায় প্রতিবেশীরা কিছুই শুনতে পাননি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, অন্ধ দম্পতিকে খুবই করুণ অবস্থায় উদ্ধার করেছেন তারা। ওই দুইজন প্রায় অজ্ঞান অবস্থায় ছিলেন। তাদের উদ্ধার করে দ্রুত খাবার ও পানি দেওয়া হয়।

সুরিয়া নায়ক বলেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধ দম্পতির ছেলে খুব সম্ভবত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। কীভাবে মৃত্যু হলো সেটি খুঁজে বের করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই বৃদ্ধের বড় ছেলে, যিনি শহরের আরেক প্রান্তে থাকেন তাকে খবর দেয়া হয়েছে এবং তার কাছেই তাদের দেখাশুনার দায়িত্ব দেয়া হয়েছে।