পৃথিবীর বাইরেও নাকি প্রাণ আছে। এ নিয়ে নানা প্রশ্ন, কৌতূহল ও ব্যাখ্যা রয়েছে। এবার জানা গেল, অন্য গ্যালাক্সি (ছায়াপথ) থেকে রেডিও সিগনাল পৃথিবীতে আসছে। খবর জি২৪ ঘণ্টা।
চীনে একটি ম্যাসিভ রেডিও টেলিস্কোপে এই তরঙ্গের অস্তিত্ব ধরা পড়েছে। টেলিস্কোপটির ৫০০ মিটার অ্যাপারচার রয়েছে।
কিন্তু এই তরঙ্গ যে নিরন্তর এসে চলেছে তা নয়। চোখের পলক পড়তে যে সময় লাগে, তার চেয়েও কম সময়ে ধরে তা বিরাজ করে। তবুও এই উৎসটুকু ধরেই বিজ্ঞানীরা খোঁজ করছেন, কীভাবে এই তরঙ্গকে আবদ্ধ করা যায়, ট্র্যাক করা যায় এবং তার পথ ধরে পৌঁছানো যায় সেই অজানা দেশে–ঠিক যেখান থেকে এটা আবির্ভূত হচ্ছে।
বিজ্ঞানীরা অনুমান করে বলছেন, হয় কোনো বড় তারা চারপাশের অন্য তারাগুলোকে গিলে নিচ্ছে আর তখনই এই তরঙ্গ বেরিয়ে আসছে, অথবা এটি কোনো সুপারনোভার খেলা বা কোনো নিউট্রন নক্ষত্রের বিষয়। এই তরঙ্গের একটা পোশাকি নাম রয়েছে: ‘ফাস্ট রেডিও বার্স্টস’ বা এফআরবি’জ।