হলিউড অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (১ জুন) রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাকে হত্যা করা হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, জোনাথন জস গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান প্যারামেডিক টিম। কিন্তু তারা অভিনেতাকে বাঁচাতে পারেননি।
সান অ্যান্টোনিও পুলিশ বিভাগ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার রাতে শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে জস তার প্রতিবেশীর সঙ্গে প্রচন্ড তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। তারই ফল এই মৃত্যু।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত প্রতিবেশী গাড়ি করে যাওয়ার সময়ে জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন জোনাথন। ১৯৯৪ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ‘কিং অব দ্য হিল’ অ্যানিমেটেড সিরিজের রেডকর্নের চরিত্রে কণ্ঠ দিয়ে খ্যাতি কুড়ান এই অভিনেতা। ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ সিরিজেও অনবদ্য ভূমিকা রাখেন এই অভিনেতা। মিউজিশিয়ান হিসেবেও তার খ্যাতি রয়েছে।
বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন জোনাথন। এ তালিকায় রয়েছে— ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’, ‘ট্রু গ্রিট’ প্রভৃতি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.