আমরা আর বাড়ির বাইরে যেতে পারব না

বলিউড তারকা দম্পতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল জীবনের অন্যতম সেরা সময় পার করছেন।

অনেক দিনের জল্পনার অবসান ঘটিয়ে এ তারকা জুটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাদের জীবনে নতুন অতিথি আসার খবর। প্রকাশ্যে এনেছেন বেবি বাম্পের ছবিও। এরপর থেকেই ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে— কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত শুভদিন?

জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী ক্যাটরিনা কাইফের পাশে থাকার জন্য এই সুন্দর মুহূর্তে তাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করছেন স্বামী ভিকি কৌশল। বেশিরভাগ সময়টাই এখন তারা একসঙ্গে বাড়িতে কাটাচ্ছেন। এর কারণ হিসেবে অভিনেতা বলেন, একরত্তির বেড়ে ওঠার কোনো মুহূর্ত তিনি চোখের আড়াল করতে চান না। আর সে কারণেই আগামীতেও বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান বলিউডের এ জনপ্রিয় তারকা।

অনেক দিন নীরব থাকার পর অবশেষে জীবনের এই নতুন ইনিংস নিয়ে কথা বললেন হবু বাবা ভিকি কৌশল। শুধু তাই নয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, ‘এটি সত্যিই অনবদ্য একটি অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এটি সত্যি বলতে সব থেকে বড় আশীর্বাদ। তাই এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। আমার তো মাঝেমধ্যে মনে হচ্ছে, আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ভিকি কৌশলের ভাই সানি জানিয়েছিলেন, এই খবরে তাদের পরিবারের সবাই যেমন ভীষণ খুশি, ঠিক তেমনই খানিকটা নার্ভাসও বটে। দম্পতি শুরুতে সুখবরটি গোপন রাখলেও ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে জল্পনা উসকে দিয়েছিল। তবে এখন যে অপেক্ষার পালা শেষ হওয়ার পথে, তা ভিকির কথায় স্পষ্ট।