বড়শিতে ধরা পড়া বাঘাইড় মাছ বিক্রি হলো লাখ টাকায়

কুড়িগ্রামের ব্রক্ষপুত্র নদে এক জেলের বর্শিতে ধরা পড়েছে ৬২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। এই মাছ শুক্রবার (৪ নভেম্বর) ভোরে বাজারে এনে প্রায় লাখ টাকায় কেটে বিক্রি করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয়।

মাছ ব্যবসায়ী হানিফ মিয়া জানান, তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকায়। চিলমারী উপজেলার চরাঞ্চলে ব্রহ্মপুত্র নদে বর্শিতে এক জেলে বড় আকারের বাঘাইড় ধরেছেন বলে জানতে পারি।

পরে তার কাছ থেকে মাছটি কিনে নাগেশ্বরীতে নিয়ে আসি। এখানে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

কোন জেলে এই মাছটি ধরেছে এবং তার কাছ থেকে কতো টাকায় মাছটি কিনেছেন এমন প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান এই মাছ ব্যবসায়ী।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই লাভবান হচ্ছেন।