বুধবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের মোস্তফা হাকিম ভবন অডিটরিয়ামে ‘ফুটবল খেলায় সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে’ দোয়া মাহফিল আয়োজন করেন ওই সাবেক মেয়র। এ উপলক্ষে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাটবাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন চসিকের সাবেক ওই মেয়র। একই সঙ্গে বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ে মুসলিমবিশ্বের তথা মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আলহাজ এম মনজুর আলম। কাতার বিশ্বকাপে বিশ্বফুটবলের যুবরাজ লিওনেল মেসির দলকে হারায় সৌদি আরব। গতকাল মঙ্গলবার লুসাই আইকনিক স্টেডিয়ামে ২-১ গোলে হারে আর্জিন্টিনা।
তিনি বলেন, ‘গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে বাংলাদেশে একটি ফ্ল্যাটবাড়ি উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।’
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে নামা সৌদি আরব আর্জেন্টিনাকে পরাজিত করায় মনজুর আলম বলেন, ‘আর্জেন্টিনার মতো শক্ত একটি দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মাহর সুনাম উজ্জ্বল করেছেন। এশিয়ার রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত। মুসলিম রাষ্ট্রের এমন জয়ে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে আলহাজ মোস্তফা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংধর্বনা দিতে আগ্রহী।
অসাধারণ এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেন সৌদির গোলবারের নিচে। তার জন্যই সৌদি আরব জয় লাভে সক্ষ’ম হয়।’
আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। এ সময় সৌদি আরবের সম্মানার্থে আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্ধবেলা ছুটি দেওয়া হয়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				