স;হবা;সের মতো নিবিড় আবেগঘন সময় কাটিয়ে ওঠার পর অনেকেই ভুল বাক্য প্রয়োগ করে সম্পর্ক নষ্ট করে। এরপরের সম্পর্কে আরো বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
স;হবা;সের পর ক;থাবার্তা-নির্দেশ করে দুইজনের সম্পর্কের গভীরতা আর ভবিষৎ।
সম্প্রতি একটি ডেটিং সংস্থা এই বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়েছিল। পরিচয় গোপন রাখা হবে এই শর্তেই অংশগ্রহণকারীরা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে সম্পর্কের সমীকরণ নির্ধারণ করে স;হবা;স পরবর্তী কথোপকথন কেমন হবে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সমীক্ষা বলছে, স;হবা;সের পরেও নারীদের গ;লায় শাসনের আভাস থাকে। সঙ্গীর প্রতি নির্দেশ থাকে ‘ঘুমিয়ো না’। আসলে সে কিছু শুনতে চায়, এমন কোনো কথা যা তাকে আনন্দিত করে। নারী শুনতে চায় ভালোবাসার কথা, প্রশংসা আর নির্ভরতার গল্প।
স;হবা;সের পর নারী;রা আরো বেশি রোমান্টিক হয়ে পড়েন বলে জানাচ্ছে সমীক্ষা। সঙ্গীর প্রতি বিভিন্ন ভাবে ভালবাসা প্রকাশ করে থাকেন। এর পর আলতো আলিঙ্গন আশা করে নারী।
দীর্ঘদিন ধরে যারা সম্পর্কে আছেন, সমীক্ষা বলেছে তারা শারী;রিক সম্পর্কের পরে বেশি বাক্য ব্যয় করেন না। যৌ;ন জীবনের একঘেয়ে;মির কারণে এমনটা হয় বলে মনে করেন অনেকে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে যৌ;ন;তা-পর;বর্তী গল্পগুজবের উপর অনেক কিছু নির্ভর করে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
