এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মা হতে চলেছেন নায়িকা। তাই রয়েছেন মাতৃত্বকালীন বিরতিতে। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। শুটিং থেকেও নিজেকে দূরে রেখেছেন।
তবে অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে তার আসন্ন ‘অফিসার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি ঝুঁকি নিয়েই। সিনেমাটি এ বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন পরিচালক বদিউল আলম খোকন।
ছবির নায়ক ডি এ তায়েব জানান, ‘সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য সব শুটিং শেষ করা হয়েছিল। নায়িকা মাহির কিছু অংশের শুটিং বাকি ছিল। সেটাও ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছে। শিগগিরই তা শেষ হয়ে যাবে।
তিনি বলেন, ‘আমরা কিছুদিনের মধ্যেই এডিটিং ও ডাবিং শেষ করে সেন্সরের জন্য প্রস্তুতি নেব। হয়তো এ মাসেই সিনেমাটি সেন্সরে দিতে পারব। আমরা ছবিটি রোজার ঈদে প্রেক্ষাগৃহে আনতে চাই।’
এ সময় এ অভিনেতা আরও বলেন, ‘মুক্তির তারিখ আগামী রোজার ঈদ হওয়ায় আমরা সবাই মিলে দ্রুতগতিতে কাজ শেষ করছি। পরিচালক বদিউল আলম খোকন ভাই সবাইকে নিয়ে রাতদিন কাজ করিয়ে নিচ্ছেন। তিনিও অক্লান্ত পরিশ্রম করছেন। আশা করি আসছে রোজার ঈদে দর্শক অসম্ভব সুন্দর একটি সিনেমা উপহার পাবেন।’
‘অগ্নিকন্যা’ মাহি বলেন, ‘আমি আমার চরিত্রের শুটিং শেষ করলাম। যেহেতু আমি মা হতে যাচ্ছি, তাই সন্তানের কথা চিন্তা করে কিছুটা সতর্কতার সঙ্গে কাজটি করতে হয়েছে আমাকে। পরিচালক ও সহকর্মীরা সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন। কাজটি শেষ হওয়ায় আমি আনন্দিত। নইলে দীর্ঘ সময় আমার জন্য সবাইকে অপেক্ষা করতে হতো। এখন আর কোনো কাজের চাপ নেই। এই সময়টা আমার অনাগত সন্তানের জন্য বরাদ্দ রাখলাম।’
‘অফিসার’ সিনেমায় মাহির বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ডি এ তায়েবকে। এছাড়া সিনেমাটি প্রযোজনা করছে এস জি প্রোডাকশন। এই সিনেমায় তায়েব-মাহি ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, ইমতু ও আনহা তামান্নাসহ অনেকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
