৫৩ বছর বয়সে মা হলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। বৃহস্পতিবার (২৯ জুন) ইনস্টাগ্রাম পোস্টে পুত্রসন্তানের মা হওয়ার ঘোষণা দেন এই অভিনেত্রী।
একটি ছবি পোস্ট করে নাওমি লিখেছেন— ‘আমার ছোট্ট প্রিয়তমা, তুমি আমাদের জীবনে ভালোবাসা নিয়ে এসেছো। তোমাকে আমরা অসম্ভব ভালোবাসা আর আদরের চাদরে মুড়ে রাখব। তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া সত্যিকারের উপহার।’
সর্বশেষ এই গায়িকা লিখেন, ‘মা হওয়ার কোনো বয়স নেই।’ নাওমির এটি দ্বিতীয় সন্তান। দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন এ খবর আগে জানাননি তিনি। তবে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি।
নাওমির পরিবারের ঘনিষ্ঠজন ডেইলি মেইলকে বলেন, ‘গত ২৪ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নাওমি।’ আরেকটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘নাওমি খুব শক্তিশালী একজন নারী। সবসময়ই সে মা হতে চেয়েছে। এখন সে দারুণ খুশি।’
২০২১ সালে প্রথমবার মা হন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ৫০ বছর বয়সে কন্যা সন্তানের মা হন তিনি। কীভাবে সন্তানের মা হলেন তা নিয়ে ওই সময়ে আলোচনা হয়েছিল। নাওমি শুধু বলেছিলেন— ‘আমি সন্তান দত্তক নিইনি।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.