বর্তমান সময়ের কন্ঠশিল্পী এসডি সাগর। গানে কন্ঠ দেয়ার পাশাপাশি সুর, কম্পোজ ও গানের কথা লিখেন তিনি। সম্প্রতি তার গাওয়া ও সংগীতে ‘চোখ লাল কিসে’ গান প্রকাশ হয়। মাত্র অল্পদিনে গানটি ফেসবুকে ২ কোটি ও ইউটিউবে ২১ লক্ষ ভিউ পার করেছে।
গানটি এরইমধ্যে টিকটক ও ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। এ গানটিতে এসডি সাগরের সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল ও এমআর মানিক। গানটি লিখেছেন ও সুর করেছেন খায়রুল ওয়াসি। চমৎকার গল্পে ভিডিও আকারে গানটি জ্যোৎস্না লোক মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যুথো খান, জয় সরকার বাপ্পী, জয়ন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কণ্ঠশিল্পীরা।
এ প্রসঙ্গে এসডি সাগর বলেন, ‘গানটিতে এরকমভাবে সবার সাড়া পাবো কখনো ভাবিনি। টিকটক, ফেসবুক রিলে গানটির ক্লিপের ছড়াছড়ি। সবাই আমাদের গান এভাবে শেয়ার করছেন দেখলেই নিজের বুকটা গর্বে, আনন্দে ভরে যায়।’
এ পর্যন্ত এসডি সাগরের কণ্ঠে প্রায় একশত মৌলিক গান বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে জনপ্রিয়তা। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বলনা তুই বলনা, চল প্রিয়া চল, তোর চোখে পড়লে চোখ, আমার বলতে তুই শুধুই, প্রেমের ঘুড়ি, বেকার যুবক, মন যদি চায়, বিশাল এক পৃথিবী। অডিও বাজার ছাড়াও ফিল্মে প্লেব্যাক করেছেন এসডি সাগর।