চমক দিয়ে কাতার বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

বিশ্বকাপের বাকি মাত্র আর কিছু দিন। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সোমবার (৭ নভেম্বর) কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি মার্সেলো ও কৌতিনহোর। এছাড়া বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও।

সবশেষ ব্রাজিলের দুইটি প্রীতি ম্যাচে ছিলেন না দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। ধারণা করা হয়েছিল, কাতার বিশ্বকাপের দলেও সুযোগ মিলবে না তাদের। তবে বিশ্বকাপের মত বড় মঞ্চে অভিজ্ঞদের ওপর ভরসা রাখলেন ব্রাজিলের কোচ তিতে।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (পুমাস), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিলা), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র। (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল)