দেড় লাখ কৃষককে বিনামূল্যে নারিকেল গাছ দিবে সরকার

দেশে বেড়েছে নারিকেল ও ডাবের চাহিদা। এই চাহিদার জোগান দিতে কৃষকদের নারিকেল চাষে উৎসাহ দিতে ১ লাখ ৬০ হাজার কৃষককে বিনামূল্যে ৫টি করে দেশি জাতের নারিকেলের চারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারিকেলের চারাগুলোর তৈরি ও বিতরণের জন্য সরকারি তহবিল থেকে ১১ কেটি টাকা ব্যায়ের অনুমোদনও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) কৃষি মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, দেশের ২৩ জেলার ১ লাখ ৬০ হাজার কৃষককে জনপ্রতি ৫টি করে দেশি জাতের নারিকেলের চারা বিনামূল্যে দেওয়া হবে। দেশে নারিকেলের চাষ বাড়াতেই এই উদ্যোগ কৃষি মন্ত্রণালয়ের। এতে ব্যয় হবে ১১ কোটি টাকা।