হাসপাতালে ভর্তি সাবিলা নূর

হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সাবিলা তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ খবর জানান।

গত ৯ সেপ্টেম্বর বিকেলে সাবিলার জ্বর আসে। ওই দিন রাতে জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রির মধ্যে ছিল। এ বিষয়ে সাবিলার স্বামী নেহাল বলেন— ‘আমরা ভেবেছিলাম, জ্বরের সাধারণ ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু টানা তিন দিন পুরোপুরি জ্বর যাচ্ছিল না। জ্বর ওঠা–নামার মধ্যেই ছিল। গত মঙ্গলবার ওকে হাসপাতালে ভর্তি করাই।’

আশঙ্কা করা হয়েছিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন সাবিলা। নেহাল বলেন, ‘রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ আসে। কিন্তু রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ আছে। প্রথমে তো প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। প্রেসারও কমে গিয়েছিল। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এখনো কিছুটা আছে।’

শারীরিক অবস্থার কথা জানিয়ে নেহাল বলেন, ‘এখন জ্বর কমেছে। আগের চেয়ে এখন একটু ভালো। তবে রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশেষজ্ঞ একজন চিকিৎসক হাসপাতালে আসবেন। তিনি পরীক্ষার-নিরীক্ষার সব কাগজপত্র এবং সাবিলার শারীরিক অবস্থা দেখবেন। সব ঠিক থাকলে আগামীকাল হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন বলেও জানিয়েছেন নেহাল।