১৫ মে থেকে বাজারে পাওয়া যাবে রাজশাহীর আম

আগামী ১৫ মে থেকে রাজধানীসহ সারাদেশে রাজশাহীর আম বিক্রয় শুরু হবে। চলতি মৌসুমে বাজারে আম বাজারজাতকরণের দিন নির্ধারণ করা হয়েছে।

আজ ১২ মে ২০২৪ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অংশীজনদের নিয়ে আম পরিবহন বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময়সভায় এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যেন অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সময়ের আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় গুটি জাতের আঁটির আম ১৫ মে থেকে পাড়া যাবে। এ ছাড়া ২৫ মে থেকে গোপালভোগ, রানিপছন্দ ও লক্ষণভোগ, ক্ষিরসাপাত/হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ জুন, ফজলি ১৫ জুন, আশ্বিনা ১০ জুলাই, বারি-৪ জাতের আম ৫ জুলাই, গৌড়মতি জাতের আম ১৫ জুলাই, ইলামতি ২০ আগস্ট থেকে পাড়া ও বাজারজাতকরণ করা যাবে।