বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ফোনটি হারান তিনি। এবার হারানো ফোন ফিরে পেতে পুরস্কার ঘোষণা করলেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) উর্বশী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে একটি স্যাটেলাইট ম্যাপের স্ক্রিন শর্ট রয়েছে। পাশাপাশি এতে উর্বশী লিখেছেন, ‘পুরস্কার প্রদান করব। ফোনটির সর্বশেষ অবস্থান একটি মলে।’ তবে পুরস্কার হিসেবে কী দেবেন সে বিষয়ে কিছু জানাননি উর্বশী।
এর আগে উর্বশী তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ফোন হারানোর কথা জানান। তাতে এ অভিনেত্রী লিখেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়ে গেছে। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’
উর্বশী তার এই পোস্ট আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরবর্তীতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন উর্বশী।
গত ১৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান ক্রিকেট দল। এ ম্যাচ দেখতে বলিউডের অনেক তারকাই স্টেডিয়ামে গিয়েছিলেন। আর সেখানেই নিজের দামি ফোনটি খোয়ান উর্বশী।
২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.