আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৃটিশ মডেল, অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এ বাড়িতে গত ১৪ মার্চ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। সিএনএন এ খবর প্রকাশ করেছে।
লস অ্যাঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাড়িটির পেছনে প্রচন্ড আগুনের শিখা দেখতে পান ফায়ারকর্মীরা। দুতলা বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে ৯৪ জন কর্মী ২ ঘণ্টা কাজ করেন। কিন্তু ততক্ষণে ছাদের পুরো অংশ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিএনএনের প্রতিবেদক। অভিনেত্রী কারা ডেলেভিনের খোঁজ করলে জানতে পারেন, তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইনস্টাগ্রাম পোস্টে কারা ডেলেভিন লেখেন, ‘আজ আমার হৃদয় ভেঙে গেছে। আমি এটি বিশ্বাস করি না। চোখের পলকে মানুষের জীবন বদলে যায়।’
স্টুডিও সিটিতে অবস্থিত কারার এ বাড়ি। ২০১৯ সালে বাড়িটি কিনেন তিনি। এ বাড়িতে চারটি বেডরুম, ৬টি বাথরুম রয়েছে। তা ছাড়াও বাড়িটিতে সুইমিংপুলসহ নানারকম সুযোগ-সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, বাড়িটির মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার।
আলোচিত সুপারমডেল কারা ডেলেভিন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দক্ষ। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’-এ দেখা গেছে তাকে। অভিনয় করেছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.