বগুড়ার শহরের একটি বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে মৌসুমী ফল লিচু। যার ফলে সামর্থ অনুযায়ী ধনী গরিব সবাই লিচু কিনতে পারছেন।
বগুড়া শহরের কাঁঠালতলা ফল বাজারে ভ্রাম্যমান দোকানীরা দীর্ঘদিন ধরেই এভাবে লিচু বিক্রি করে আসছে। পিচ হিসাবে ১০০ বা ৫০টির থোকায় লিচু বিক্রি হলেও ব্যতিক্রম বগুড়ার এই ফলের বাজার। এখানে প্রতি কেজি লিচু প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ৪৫০টাকা দরে। ক্রেতারা যার যতটুকু প্রয়োজন কিনছেন।
ঈশ্বরদী ও নাটোরের বাগান থেকে আসছে এসব লিচু। মৌসুমী ফল ব্যবসায়ীরা এখানে ভ্রাম্যমান দোকান বসিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা করে থাকেন। সর্বনিম্ন ৫০ টাকাতেও মিলছে এই রসালো ফল।
লিচু বিক্রেতা ফজলু মিয়া জানান, এখানে কেজি দরে লিচু বিক্রি করা হয়। জেলার আর কোথাও এভাবে লিচু বিক্রি হয় না। ক্রেতারা সাধ্যমত লিচু কিনে থাকেন। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছে।
লিচু কিনতে আসা ফরিদ উদ্দিন জানান, এখানে কেজি দরে লিচু বিক্রি হয় শুনে কিনতে এসেছি। ১ কেজি লিচু কিনলাম ২২০ টাকায়। গরীব-ধনী সবাই চাহিদা অনুয়ায়ী লিচু কিনতে পারবেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.