ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি দেশের রাজনীতিতেও সক্রিয় তিনি। করেছিলেন নির্বাচনও। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদও পেয়েছেন তিনি।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের নেতারা অনেকেই আছেন আড়ালে। সেই আড়াল ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হচ্ছেন তারা। সেই তালিকায় ছিলেন মাহিয়া মাহিও। ৫ আগসটের পর ফেসবুকে খুব একটা সক্রিয় ছিলেন না তিনি। সম্প্রতি তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক্টিভ হতে দেখা যায়।
এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী নিজের ফেসবুকে তার ছবি দিয়ে একটি পোস্ট করে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।’
মাহি ছাত্র আন্দোলনের সময়ও বেশ সক্রিয় ছিলেন। সেসময় রাজ পথের রক্তপাত নিয়েও তিনি কথা বলেছিলেন। চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাধান।