আদালতের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।
এর আগে, সোমবার বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
প্রতিষ্ঠানটির আইনজীবী আহসানুল করিম বলেন, বিগত আমলে সময় টেলিভিশনকে সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, চাপ প্রয়োগ করা হতো, যার প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছিল।
এছাড়া এখানের অনেক কর্মী বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে। বিগত সরকারের সময় যারা তাদের কোনঠাসা করে রেখেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন বৈষম্যের শিকার কর্মীরা। ফলে প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা শঙ্কাও আছে বলে জানাচ্ছেন আইনজীবী আহসানুল করীম। এবং এজন্য ৭ দিন সম্প্রচার বন্ধ রাখতে সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। আদালত ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই বলে উল্লেখ করে আহসানুল করীম জানান, এই প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ মালিকানা সিটি গ্রুপের। অন্যদের ২৫ শতাংশ। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী দুই বছর পর পর ম্যানেজিং ডিরেক্টের পরিবর্তন করার কথা। যেহেতু সেটি করা হয়নি তাই সময় টেলিভিশন মিটিং ডেকে আহমেদ জোবায়েরের বদলে শম্পা রহমানকে ম্যানেজিং ডিরেক্টর করেন।
এর আগে, গত ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় এবং শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।
পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ আগস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের। যার শুনানি আগামী ২২ আগস্ট হওয়ার কথা রয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.