অতিরিক্ত চাহিদার জন্য সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীকে আ’হত করেছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জে পৌর এলাকার রামগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। আরো পড়ুন : পরীর ফেসবুকে অশ্লীল স্ট্যাটাস নিয়ে তোলপাড়। পরীমনি! নামের মতোই তার সৌন্দর্য নিয়ে কারো দ্বিমত নেই, চরম নিন্দুকরাও তা স্বীকার করেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। আবেদনময়ী এই অভিনেত্রীর ফ্যানের সংখ্যাও তাই ক্রমশ উর্ধ্বমুখী।
তবে পরী এবার আলোচনায় ফেসবুকে ‘অন্যরকম’ এক স্ট্যাটাসের কারণে। বৃহস্পতিবার এই লাস্যময়ী অভিনেত্রী তার ফেসবুক হ্যান্ডেলে লিখেন, ‘জ্বর অসুখ হইলে জীবনের এক একটা….. (প্রকাশ অযোগ্য) আবিষ্কার করা যায়’। এর পরই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। তবে মন্তব্যের ঘরে ঢুঁ মারলে ইতিবাচক ‘কমেন্ট’-ই লক্ষ্য করা যায়।
পরীর কথার সঙ্গে তাল মিলিয়ে সৈয়েদা এ্যানি হক নামে এক নেটিজেন মন্তব্য করেন, ‘শুভাকাঙ্খি থেকে তখন শুভাখানখি হয়ে যায়’। এছাড়া বাকি সব কমেন্টে মোটামুটি ‘সহমত’ টাইপের একই বক্তব্য পাওয়া গেছে।
সম্প্রতি পরীমনি তার জন্মদিনের পোশাকের রঙ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ‘ময়ূর’ এর ইংরেজি শব্দ ‘পিকক’ বলতে গিয়ে ‘ককপিট’ বলে ফেলেন। তাৎক্ষণিক তিনি আবার শুদ্ধ উচ্চারণটাই করেন। তবে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ইংরেজি জানা বা না-জানা নিয়ে ‘ট্রল’ করতে থাকেন অনেকেই।
প্রসঙ্গত, পরীমনি অভিনীত রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশের স্কুল খুললেই সিনেমাটি মুক্তির দেয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। সুন্দরবনসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.