ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে আজকাল ধাঁধার প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায়। তবে ডবল মিনিং প্রশ্নগুলি দেখে লজ্জা পাওয়ার কিছু নেই। আসলে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন করা হয়। আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, তাহলে সঠিক উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অঙ্গ জন্মের পরে আসে এবং মৃত্যুর আগে চলে যায়?
উত্তরঃ দাঁত।
২) প্রশ্নঃ কোন দেশে চুইংগাম খাওয়া ও বিক্রি করা অপরাধ বলে বিবেচিত হয়?
উত্তরঃ সিঙ্গাপুর।
৩) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশি মাত্রায় কি পাওয়া যায়?
উত্তরঃ অক্সিজেন।
৪) প্রশ্নঃ কোন দেশের নীল জিন্স পরলে জেলে যেতে হয়?
উত্তরঃ উত্তর কোরিয়া।
৫) প্রশ্নঃ ভারতের সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য কোনটি?
উত্তরঃ সিকিম।
৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের লাল রঙের গাড়ি কেনা নিষিদ্ধ?
উত্তরঃ জাপানে।
৭) প্রশ্নঃ কোথায় গোলাপী কলা পাওয়া যায়?
উত্তরঃ আসামে।
৮) প্রশ্নঃ CRPF এর পুরো নাম কি?
উত্তরঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।
৯) প্রশ্নঃ পৃথিবীর প্রথম মেরুদন্ডী প্রাণীর নাম কি?
উত্তরঃ মাছ।
১০) প্রশ্নঃ কোন জাদুকর তাজমহলকে ভ্যানিশ করে দিয়েছিলেন?
উত্তরঃ বিখ্যাত জাদুকর পিসি সরকার।
১১) প্রশ্নঃ কোন ফলের বীজের মধ্যে বিষ পাওয়া যায়?
উত্তরঃ আপেল হলো একমাত্র ফল যার বীজের মধ্যে বিষ পাওয়া যায়।
১২) প্রশ্নঃ পৃথিবীতে বাঙ্গালীদের সবথেকে বড় শহর কোনটি?
উত্তরঃ বাঙ্গালীদের সবথেকে বড় শহর হল কলকাতা।
১৩) প্রশ্নঃ কোন মাছ তার স্মৃতিশক্তিকে মাত্র ৩ সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে?
উত্তরঃ গোল্ড ফিস।
১৪) প্রশ্নঃ দিনের শেষ এবং রাতে শুরুতে সন্ধ্যা বলা হয় কেন?
উত্তরঃ সন্ধ্যা কথাটি এসেছে সন্ধি থেকে, তাই দিন ও রাতের মিলনকে সন্ধিকে সন্ধ্যা বলে।
১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অঙ্গটি রাত্রিবেলায় বড় হয়ে যায়?
উত্তরঃ রাত্রিবেলায় নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই চোখের মনি বড় হয়। (বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ে প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছে)।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.