ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে না এমন রাউটার আমদানি ও উৎপাদন নিষিদ্ধ করে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২০২৫ সালের এপ্রিলে এটি কার্যকর করা হতে পারে।
জানা গেছে, রাউটারে একইসঙ্গে দুই ব্যান্ড সাপোর্ট করতে হবে তা বাধ্যতামূলক করতে চায় নিয়ন্ত্রণ সংস্থাটি। বিটিআরসি বলছে, অনেক সময় দেখা যায়, সাধারণত গ্রাহকের রাউটার ২ দশমিক ৪ হতে ২ দশমিক ৮ গিগাহার্জ কিংবা ৫ দশমিক ৭ হতে ৫ দশমিক ৮ গিগাহার্জের ব্যান্ডের স্পেকট্রাম সাপোর্ট করে। এতে রাউটারের ক্যাপাসিটি কম থাকে এবং ইন্টারনেটের গতিও ভালো পায় না গ্রাহক।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক জানান, বাজারে সস্তা, কমদামি ও মানহীন রাউটারে ভরে গেছে। গ্রাহকরা এসব কিনে প্রতারিত হন। তারা অভিযোগ করতে থাকেত তারা ইন্টারনেটের গতি ঠিকমতো পাচ্ছেন না। তখন সার্ভিস প্রোভাইডারের অভিযোগ করেন।
বিটিআরসির এই সিদ্ধান্তে এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন ইন্টারনেট এবং নেটওয়ার্ক প্রকৌশলীরা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.