ঈদগাহে ১৪৪ ধারা জারি

আওয়ামীপন্থী ইমামকে নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদের জামাতে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন একাধিক পক্ষ হতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করাকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে মর্মে অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

৩০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজনকে একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াচ্ছিলেন মোহাম্মদ আলী নামের একজন ইমাম। ১৭ বছর ধরে ঈদগাহের নামাজ পড়ানো এই ইমাম আওয়ামীপন্থী ওলামা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন অভিযোগ এনে এলাকার একটি পক্ষ অপসারণ দাবি করেন। পক্ষটি মোহাম্মদ আলীকে ঈদের জামাতে ইমামতি করতে না দেওয়ার ঘোষণা দেয় এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করে।

অপরদিকে ওই ইমারের পক্ষের লোকজন তাকে বহাল রাখার দাবিতে প্রশাসনের কাছে আবেদন করে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে প্রশাসন আলোচনা করেও সমস্যার সমাধান করতে না পারায় উত্তেজনা শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঈদগাহ মাঠের সম্মানিত মুসল্লিদের পাশের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে।