কারিনা কাপুর খান এবং প্রিয়াংকা চোপড়া বলিউডের দুই বড় নাম। তারা দুজনই তাদের প্রতিভা, শৈলী এবং শক্তিশালী অভিনয় দিয়ে দশকের পর দশক ধরে দর্শকের মুগ্ধ করে এসেছেন। কিন্তু জানলে অবাক হবেন একটা সময় এই দুই অভিনেত্রী জড়িয়ে পড়েছিলেন গুরুতর বিবাদে।
২০০৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘এইতরাজ’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন কারিনা ও প্রিয়াংকা। আর এরপর থেকেই এই সমস্যার সূত্রপাত হয়েছিল। তাদের এই বিবাদের খবর চার দেয়ালের গণ্ডি ছাড়িয়ে এসে পড়ে দর্শকদের সামনে। ‘কফি উইথ করণ’ শোয়েও এই সমস্যার আঁচ পৌঁছে গিয়েছিল। করণ জোহর তার শোতে কারিনাকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াংকাকে তিনি কী জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নে করিনা ঠাট্টার সুরে উত্তর দিয়েছিলেন, ‘প্রিয়াংকা কোথা থেকে এমন অ্যাকসেন্ট শিখেছে, এটাই আমি শুধু চিন্তা করি।’
আর তার এই কথা শুনেই কড়া জবাব দেন প্রিয়াংকা। কারিনার উপস্থিতিতেই তিনি বলেন, ‘আমার মনে হয় ওর প্রেমিক (বর্তমানে স্বামী সইফ আলি খান) যে জায়গা থেকে শিখেছিলেন, সেখান থেকেই।’ তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা। তবে এখানেই শেষ নয়। গুঞ্জন শোনা গিয়েছিল- কারিনা এবং প্রিয়াংকা বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটা কনসার্টের সময় একসঙ্গে গিয়েছিলেন, সেখানেও তাদের মধ্যে সমস্যা হয়েছিল।
জানা যায়, সেই লড়াই নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। ২০২৩ সালে কারিনা অবশেষে মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, না, না, সবটাই গুঞ্জন। আমি সেই সময় ভাবছিলাম এসব কী হচ্ছে? কিন্তু আমার মনে হয়, আমাদের সকলেরই মধ্যেই রাগ আছে, এমন কিছু বিষয় থাকে যেখানে আমরা সবাই নিজেদের প্রমাণ করতে চাই।
পাশাপাশি কারিনা আরও জানান, সংবাদমাধ্যম কীভাবে ৯০-এর দশক থেকে ২০০০-দশক শুরু দিক পর্যন্ত তাদের মধ্যকার সমস্যা নিয়ে গুঞ্জন ছড়াতেন। ]
তিনি বলেন, ‘৯০-এর দশক পুরোটাই এটা নিয়ে কেটেছে। ৯০-এর দশকে শুরু হয়েছিল এবং ২০০০ সাল পর্যন্ত এই ক্যাটফাইট চলেছিল। আজ আমি জানতে চাই আপনারা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না, তাহলে কীভাবে ভেবে নিতে পারেন আপনারা। তবে এখন এই নিয়ে আলোচনা কমেছে এটাই বড় ব্যাপার।’
তিনি আরও জানান, তখনকার সময়ে মানুষরা একে অপরের বিরুদ্ধে অভিনেতাদের দাঁড় করিয়ে দিতেন। তবে এই সব কিছু বলার পরও কারিনা স্বীকার করেন যে, তিনি সফল হওয়ার জন্য সেই সময় একটু বেশি অস্থিরও হয়ে পড়েছিলেন। তার কথায়, ‘আমি ক্রমাগত তাড়াহুড়ো করছিলাম… আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমি সেরা হতে চেয়েছিলাম।’ তবে এই সমস্যা শুধু কারিনার একার নয়, শুরুর দিকে অনেক অভিনেতার মধ্যেই এই অস্থিরতা কাজ করে।
তবে সব থেকে মজার বিষয় ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর ফের কারিনা এবং প্রিয়াঙ্কা একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। ষষ্ঠ সিজনের সেই পর্বে দুই অভিনেত্রীকেই একে অপরের সঙ্গে হাসতে, ঠাট্টা করতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তারা একে অপরের হয়েও কথা বলেছিলেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.