চীন সরকারের উদ্যোগে বাংলাদেশে প্রথম হাসপাতাল নীলফামারী জেলায় হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।
তিনি বলেন, চীন সরকার বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল করার যে উদ্যােগ নিয়েছে এর প্রথম হাসপাতাল নীলফামারী হবে। পরে আরও হাসপাতাল হবে।
শনিবার (১৯ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক-নার্স- কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে মহাপরিচালক বলেন, স্বাস্থ্য ক্যাডারে ৩৭ হাজার পদ রয়েছে। কিন্তু গ্রেড ওয়ান পদ রয়েছে একটি। এছাড়া আরও সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে। অতি দ্রুত সেসব পদগুলোতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। পাশাপাশি তিন হাজার চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনিরের সভাপতিত্বে সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম ও ডা. মো. বদরুল আমিন বক্তব্য দেন।
সভায় বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের সময় মহাপরিচালক ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের চিকিৎসার সম্পর্কে অবগত করেন।
সভার আগে মহাপরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ঘুরে দেখেন ও সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
সভা শেষে তিনি নগরীর চৌহাট্টায় অব্যবহৃত ২৫০ শয্যার হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন।