নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো. তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। পরে কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীদের সহযোগিতায় পুনরায় তাকে আটক করা হয়। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুজন কারারক্ষী আহত হয়েছেন। এরইমধ্যে এ ঘটনায় ২৮ সেকেন্ডে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (০৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (০৬ মে) ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠান আদালত। কারাগারে আসার পর তাকে নতুন বন্দি হিসেবে আমদানি কক্ষে রাখা হয়েছিল। বুধবার দুপুরে ওই ওয়ার্ড থেকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে কারাগারের বাউন্ডারি দেয়ালে উঠে পড়েন তামিম। এ সময় দেয়ালের ওপর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিষয়টি তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ টের পেয়ে যায়। কারারক্ষীরা কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুনরায় আটক করেন। বর্তমানে তাকে কারাগারে রাখা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠার ঘটনাটি সত্য। ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.