একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন। পরে শাকিব খানের সঙ্গে বিয়েপরবর্তী সময়ে তা ভাটা পড়ে যায়। সেভাবে আর তাকে পর্দায় দেখা যায় না। এবং অভিনয়েও তেমন একটা দেখা যায় না। তবে কোনো সিনেমা নিয়ে আপাতত ব্যস্ততা না থাকলেও এখন মডেলিং বা ফটোসেশনে দেখা যায় এ অভিনেত্রীকে। মুহূতের মধ্যে ভাইরাল হয়েছে ছবিটি।
এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন ছেলে জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। এখন ছেলে আব্রাম খান জয়কে নিয়েই কাটছে অপুর সংসার।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেকওভারে নিজেকে সাজিয়ে নানা পোশাক, অর্নামেন্টেস কোম্পানির ‘ব্র্যান্ডিং’ করছেন অভিনেত্রী। এর বাইরে যখন সময় পান, তখন তিনি ছুটি কাটান, অবকাশযাপন করেন। সঙ্গে থাকে তার একমাত্র ছেলে জয়। ছেলেকে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম। কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না, সঙ্গে নিয়ে যান।
মাস কয়েক আগেই ছেলেকে নিয়ে বিদেশ ঘুরে আসেন অভিনেত্রী। গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে মা-ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা।
গতকাল শনিবার (১০ মে) সকালে সামাজিক মাধ্যমে আব্রাম খান জয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। আব্রাম ও অপু ম্যাচিং করে সবসময় পোশাক পরলেও ভিন্নতা থাকে প্রতিবারই। এর আগেও সাদা পোশাকে দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার খানিকটা নতুন রূপে দেখা মেলে মা-ছেলের। এদিন অপু বিশ্বাসের পরনে দেখা যায় সাদা-কালো ও সোনালি ডিজাইনের কুর্তি-পাজামা; সঙ্গে কালো স্লিপার ও সানগ্লাস। খানিকটা ম্যাচিং করে আব্রাম পরেছে সাদা শার্ট ও ছেঁড়া ডিজাইনের নীল জিন্স, সঙ্গে স্যান্ডেল।
সেখানে দেখা যায়, অপু বিশ্বাস ছেলের মুখে স্নেহভরা হাত দিয়ে কিছু বলছেন, যা এক আবেগঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ পাচ্ছে। ছেলে আব্রামও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে সে। এ সময় মা-ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায়। তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে। আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত-নেটিজেনরা।