পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি কঙ্গনার

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীতে পরিপূর্ণ জঘন্য দেশ’ বলে উল্লেখ করেন তিনি এবং দাবি জানান দেশটিকে বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার।

কঙ্গনা লেখেন, ‘তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ… এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’

সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বলিউডের একাধিক অভিনেতা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে সোচ্চার হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন অক্ষয় কুমার, সানি দেওলসহ অনেকে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানি তারকা মাহিরা খান ও ফাওয়াদ খান ভারতের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে বিনোদনজগতের দুই দেশের মধ্যে শুরু হয়েছে একপ্রকার ‘শীতল যুদ্ধ’।

কঙ্গনার মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই শুক্রবার রাতে তিনি দেশ ছাড়েন। যদিও এটি রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং ব্যক্তিগত প্রয়োজনে তিনি পাড়ি দেন আমেরিকায়। জানা গেছে, নিউইয়র্কে তার আসন্ন হলিউড সিনেমা ‘বি দ্যা এবিল’-এর শ্যুটিংয়ে অংশ নিতে গিয়েছেন কঙ্গনা। এই হরর সিনেমায় কঙ্গনার পাশাপাশি অভিনয় করছেন হলিউড তারকা টাইলার পোজে এবং স্কারলেট রোজ স্ট্যালোন। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।

এটাই প্রথম নয়, কঙ্গনা আগেও জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রেখে শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি জম্মু ও কাশ্মির প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, ‘জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।’

গত এপ্রিলেই কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা এই ছবি বক্স অফিস বা ওটিটি প্ল্যাটফর্মে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে, ‘বি দ্যা এভিল’ ছাড়া কঙ্গনার হাতে আর কোনও বড় কোনো কাজ নেই।