পদ্মা-মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বিক্রেতাদের হাঁকডাকে সরগরম চাঁদপুর পাইকারি মাছের আড়ত। দামও ভালো পাচ্ছেন ব্যাপারী ও পাইকাররা।
চাঁদপুরের পদ্মা ও মেঘনা ছাড়াও উপকূলীয় নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়ছে নানা আকারের রুপালি ইলিশ। আর জেলেদের কাছ থেকে ব্যাপারীরা এ ইলিশের চালান নিয়ে ভিড় করছেন বড়স্টেশন পাইকারি মাছ বাজারে। সেখানে দরদাম হাঁকছেন ব্যবসায়ীরা। আর দরদামও অনুকূলে থাকায় দারুণ খুশি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, এ মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে খুব সহজেই লাভের টাকা ঘরে তোলা সম্ভব হবে।
এদিকে সরবরাহ অব্যাহত থাকলে ভালো লাভের প্রত্যাশা করছেন আড়তদাররা। রবিবার (১৯ জুন) চাঁদপুরের বড়স্টেশন পাইকারি বাজারে ইলিশের সরবরাহ ছিল প্রায় এক হাজার মণ।
এদিকে কেবল বাংলাদেশের নদ-নদীতেও নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে পশ্চিমবঙ্গের জেলেদের জালে ধরা পড়া সাগরের ইলিশ আকারে ছোট।
চলতি সপ্তাহের শুক্র (১৭ জুন) ও শনিবার (১৮ জুন) এ দুদিনে শুধু ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি মৎস্যবাজারে এসেছে ১১০ টন ইলিশ। পশ্চিমবঙ্গের অন্যান্য সমুদ্রবন্দরেও মিলছে ইলিশ। তবে এর অধিকাংশই জাটকা। দুই-চারটি বড় আকারের ইলিশও পাওয়া গেছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.