ঈদের আগের দিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
শুক্রবার (৬ জুন) দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে গাইবান্ধায় সাতজন, ময়মনসিংহে চারজন, ঝিনাইদহে দুজন, কিশোরগঞ্জে দুজন, টাঙ্গাইলে দুজন, কুমিল্লায় দুজন এবং মাদারীপুরে একজন রয়েছেন। আরটিভির প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য জানা গেছে।
গাইবান্ধা:
জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের লিয়াকত হোসেন (১৮), ইউনুছ (২০), ও অটোরিকশাচালক গনি মিয়া (৪০); একই গ্রামের আজিবর রহমান (৪০); কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) দুর্ঘটনায় মারা যান। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫), তার ছেলে মো. হাসান মিয়া (৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মো. মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৪৫)।
ঝিনাইদহ:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- হরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদরাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮)। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল:
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন। বাসের ছাদ থেকে পড়ে নিহতের নাম রানা ইসলাম (২৩)। নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।
অপরদিকে, কালিহাতী এলাকায় টেনের ছাদ থেকে পড়ে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- পান্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)।
কুমিল্লা:
কুমিল্লায় দুই উপজেলায় যাত্রীবাহী বাস খাদের পড়ে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতরা হলেন- নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর গ্রামের বোকদাত মিরার মেয়ে সুমাইয়া আক্তার (১৯) এবং একই থানার আলমশ্রী গ্রামের প্রয়াত গজু মিরার মেয়ে পুষ্প আক্তার (২৪)।
মাদারীপুর:
মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.