সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ট্রোক করেছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকেই অন্তত সাত লক্ষাধিকবার দেখা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
দেশের জনপ্রিয় ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল স্ট্রোক করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। সে ঘটনার একটি ভিডিও দিয়ে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজসহসহ একাধিক অ্যাকাউন্টের পোস্টে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত একই ঘটনার ভিডিও খুঁজে পাওয়া যায়।

মিডিয়া সেলের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, সেদিন বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ নিয়ে যাওয়া হয়। এসময় বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল সাথে ছিলেন।
গণমাধ্যম সূত্রেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং প্রায় ছয় মাস পুরোনো।
পরবর্তী অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপল এর সম্পাদক সাইফুর রহমানের একটি ফেসবুক পোস্ট থেকে জানা যায়, মির্জা ফখরুল সুস্থ আছেন এবং এই মুহূর্তে বাসাতেই আছেন।
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তিনি স্ট্রোক করেছেন। বিষয়টি দেখে আমি জনাব ফখরুল ইসলামের বাসায় খবর নিয়ে জেনেছি যে তিনি সুস্থ আছেন এবং এই মুহূর্তে বাসাতেই আছেন।
সুতরাং, পুরোনো ভিডিও ব্যবহার করে মির্জা ফখরুল অতি সম্প্রতি স্ট্রোক করেছেন শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BNP Media Cell: Facebook Post
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.