আরও একটি যুদ্ধ জয় মনীষা কৈরালার

ব্যক্তিগত জীবনে একের পর এক যুদ্ধ জয় করেছেন মনীষা কৈরালা। ক্যানসারের সঙ্গেও লড়েছেন হাসিমুখে। এবার আবারও একটি যুদ্ধ জয় করলেন তিনি। ৫৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পেলেন ডক্টরেট ডিগ্রি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানের পর অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামের পাতায়। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘ব্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া বিশাল সম্মানের ব্যাপার। বিশেষত যে বছরে এটি ইউকে সিটি অব কালচার হিসেবে মনোনীত হয়েছে। ড্যানিয়েল লির সঙ্গে এই স্বীকৃতি ভাগ করে নেওয়া সত্যি ভীষণ সম্মানের।’

তিনি আরও লেখেন, ‘আমি এখানে এমন একজন সদস্য হিসেবে দাঁড়িয়ে রয়েছি যে শিক্ষার ঐতিহ্যবাহী পথ দিয়ে এসেছেন এবং নিজের জীবন থেকে শিক্ষা পেয়েছেন। কঠোর পরিশ্রম, ব্যর্থতা, ধৈর্যের মাধ্যমে যে সম্মান আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না।’

সবশেষে তিনি লেখেন, ‘আমার এ সম্মান প্রমাণ করে যে আপনি যেখান থেকেই শুরু করুন না কেন, আপনার যাত্রা গুরুত্বপূর্ণ। আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক ধন্যবাদ।’

সুভাষ ঘাই পরিচালিত ‘সওদাগর’ ছবির মাধ্যমে ১৯৯১ সালে বলিউডে ডেবিউ করেছিলেন মনীষা কৈরালা। এরপর ‘বোম্বে’, ‘অগ্নিসাক্ষী’, ‘গুপ্ত’, ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘দিল সে’, ‘কোম্পানি’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’- এ অভিনয়ের মাধ্যমে তিনি আবার ফিরে আসেন ক্যামেরার সামনে।

২০২৪ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্ডি’ ছবিতে গণিকা মল্লিকাজান চরিত্রে অভিনয় করে আরও একবার নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। এবার ডক্টরেট ডিগ্রি অর্জন করে নিজেকে ফের প্রমাণ করলেন অভিনেত্রী।