কয়েক মাস আগেই সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় অব্যাহতি পেয়েছিলেন। ভেবেছিলেন, চিরকালের মতো নিষ্পত্তি হয়েছে। কিন্তু ফের মুম্বাই আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তবে এই নোটিশ তিনি পেয়েছেন নিজের করা একটি অভিযোগের ভিত্তিতেই। খবর আনন্দবাজার অনলাইনের।
ফের আদালতের নোটিশ পাওয়ার কয়েক দিনের মধ্যে প্রকাশ্যে মেজাজ হারালেন রিয়া। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা।
প্রাথমিক ভাবে ছবিশিকারিদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন রিয়া। কিন্তু তার পরে অভিনেত্রীর পিছু নেন ছবিশিকারিরা। তখনই চটে যান রিয়া। কিছুটা উঁচু গলায় তিনি ছবিশিকারিদের বলেন, ‘আর আমার পেছনে আসবেন না। একার ছবি তোলা হয়ে গিয়েছে। এ বার বিদায় দিন।’
রিয়ার এ আচরণ নেটাগরিকের অনেকেই ভালোভাবে নেননি। এক নেটাগরিক ছবিশিকারিদের উদ্দেশে লেখেন, ‘আপনাদের কি এতই খারাপ দিন এল যে এর পিছু নিতে হচ্ছে! কেন যে আপনারা সব জায়গায় এই ভাবে চলে যান?’
সুশান্তের মৃত্যুর পর তার দুই বোন প্রিয়াংকা সিংহ এবং মিতু সিং-এর পাশাপাশি চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ জানান রিয়া।
অভিনেত্রীর অভিযোগ ছিল, সুশান্তকে তারা চিকিৎসকের তদারকি ছাড়াই ওষুধ সংগ্রহে সহায়তা করতেন। রিয়া দাবি করেছিলেন, সুশান্ত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন। অভিনেতার দিদিরা প্রায়ই তার ওষুধ বন্ধ করে দিতেন।
তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, অভিনেতার বোন সুশান্তের মানসিক অবস্থার কথা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন। অনেক সময় নাকি প্রেসক্রিপশন জালও করতেন সুশান্তের দুই দিদি। রিয়ার এই অভিযোগের ভিত্তিতেই নোটিশ জারি হয়েছে। মুম্বাই আদালতের সেই নোটিশে দাবি করা হয়েছে, রিয়া যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো প্রামাণ্য তথ্য মেলেনি।