ভারতের মহারাষ্ট্রে আসন্ন বিএমসি নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় বলিউড সুপারস্টার সালমান খানের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে তৈরি হয় নতুন গুঞ্জন। অনেকেই ভাবতে শুরু করেন—বলিউডের ভাইজান কি তবে এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন?
সম্প্রতি সালমান তার ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেন। সেখানে মুখ দেখা না গেলেও, হাতে থাকা তার বিখ্যাত নীল ব্রেসলেট দেখে সহজেই তাকে শনাক্ত করা যায়। ছবিতে সালমানকে রাজনীতিবিদদের মতো হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’ ব্যস, এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা—সালমান কি এবার নির্বাচনী ময়দানে?
তবে ভক্তদের এই কৌতূহলের জবাব বেশিদিন গোপন থাকেনি। দ্রুতই জানা যায়, এটি আসলে সালমানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। শিগগিরই জিও হটস্টার তাদের ইনস্টাগ্রামে শো-এর একটি টিজার প্রকাশ করে, যেখানে সালমানকে ঠিক সেই একই লুকে দেখা যায়।
টিজারে সালমান বলছেন, ‘বন্ধু এবং শত্রু সাবধান, কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’ এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়—রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সালমানের; বরং ‘বিগ বস’-এর নতুন সিজনে থাকছে ভিন্ন ধরনের চমক।
উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’। দর্শকরা শোটি দেখতে পারবেন জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০টা ৩০ মিনিটে। তবে এবারের সিজনে কারা তারকা প্রতিযোগী হিসেবে থাকছেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। ফলে রহস্য থেকে যাচ্ছে শো-এর ভেতরের গল্প নিয়েও।