তারকাদের বিচ্ছেদ মানেই কোটি টাকার অঙ্ক, কিন্তু বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের ডিভোর্স সেই হিসাব ছাপিয়ে গেছে। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদের রেকর্ড গড়েছে এই দম্পতির সম্পর্কের অবসান—যার নিষ্পত্তিতে খরচ হয়েছে প্রায় ৫২৭ কোটি টাকা।
হৃতিক নির্মাতা রাকেশ রোশনের ছেলে, আর সুজান অভিনেতা সঞ্জয় খানের মেয়ে—শৈশব থেকেই ছিলেন বন্ধু। ‘কাহো না… পেয়ার হ্যায়’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হৃতিকের বলিউড অভিষেকের সময়ই তাদের প্রেম চলছিল। চার বছরের সম্পর্কের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে দুই ছেলের জন্ম হয়—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।
২০১০ সালে ‘কাইটস ’ছবির শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটল ধরার খবর শোনা যায়। অবশেষে ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। সন্তানদের নিয়ে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা)। অর্থটি নগদ, সম্পত্তি বা বিনিয়োগ আকারে দেওয়া হয়েছিল কিনা, তা প্রকাশ করা হয়নি। তবু এই অঙ্কই বলিউডে এখন পর্যন্ত সর্বোচ্চ ডিভোর্স সেতেলমেন্ট হিসেবে রেকর্ড গড়েছে।
বর্তমানে হৃতিকের প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদ, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।
তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার মামলা। আর সেই তারকা যদি হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। জানেন কি, এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ।
হৃতিক (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) ও সুজান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) দিয়ে হৃতিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায়, তখনই সুজানের সঙ্গে তাঁর প্রেম চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।
২০১০ সালের ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে হৃতিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়; শেষ হয় ১৪ বছরের দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন; দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায়।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ—কোন পথে এই অঙ্ক তাঁকে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে।
বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।