ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি কোন সেলিব্রিটির চেয়েও কম নন। তিনি ও তার পরিবারের সাথে রাজকীয়ভাবেই জীবন যাপন করেন। সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন তিনি।

বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮.০২ লাখ কোটি টাকা। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার আম্বানি প্রতিদিন কত টাকা আয় করে জানলে আপনিও অবাক হবেন। আসলে একজন সাধারন মানুষ তার সাত প্রজন্ম ধরেও তা আয় করতে পারে না। এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
১) প্রশ্নঃ প্রতিবছর টাটা গ্রুপ (Tata Group) তাদের লভ্যাংশের কত শতাংশ দান করে দেয়?
উত্তরঃ টাটা গ্রুপ তাদের লভ্যাংশের ৬৬% প্রতিবছর সমাজের কল্যাণের উদ্দেশ্যে দান করে দেয়।
২) প্রশ্নঃ জানেন টাটা গ্রুপ কয়টি ব্যক্তিগত কোম্পানির মালিকানাধীন সমষ্টি?
উত্তরঃ টাটা গ্রুপ, প্রায় ১০০টি কোম্পানির ব্যক্তিগত মালিকানাধীন সমষ্টি।
৩) প্রশ্নঃ মুকেশ আম্বানির বিখ্যাত বাড়ি ‘অ্যান্টিলিয়া’র (Antilia) নামটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ১৫ শতকের স্প্যানিশ গল্প থেকে আটলান্টিক মহাসাগরের অ্যান্টিলিয়া নামক একটি দ্বীপের নামানুসারে নামকরণ করা হয়েছে।
৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ধনী মহিলা কে?
উত্তরঃ সাবিত্রী জিন্দাল (Savitri Jindal), যিনি ভারতের সবচেয়ে ধনী মহিলা। তার মোট সম্পদের পরিমাণ ১৭ বিলিয়ন ডলার। তিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা হরিয়ানা ওম প্রকাশ জিন্দালকে বিয়ে করেন। তার স্বামীর আকস্মিক মৃত্যুর পর পুরো ব্যবসার দায়িত্ব নেন।
৫) প্রশ্নঃ ব্রিটিশরা ভারত থেকে কত টাকার সম্পদ লুট করে?
উত্তরঃ ১৭৬৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত থেকে মোট ৪৫ ট্রিলিয়ন ডলার লুট করে।
৬) প্রশ্নঃ জানেন মুকেশ আম্বানি একদিনে কত টাকা আয় করেন?
উত্তরঃ রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Industries) কর্ণধার মুকেশ আম্বানি একদিনে ১৬৩ কোটি টাকা আয় করেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.