যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ এর পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানা খুবই প্রয়োজন। কখনো কখনো ইন্টারভিউররা সিলেবাসের বাইরেও এমন কিছু প্রশ্ন করে বসেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর দেওয়া যায়। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ আঙ্করভাট মন্দির, যা কম্বোডিয়ায় অবস্থিত।
২) প্রশ্নঃ ইন্ডিয়া কোম্পানির বাংলায় কত সালে দেওয়ানি লাভ করে?
উত্তরঃ ১৭৬৫ সালে।
৩) প্রশ্নঃ লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং কাকে গুলি করে হত্যা করেছিলেন?
উত্তরঃ জন সন্ডার্সকে।
৪) প্রশ্নঃ পিসার হেলানো টাওয়ারে কতগুলি সিঁড়ি রয়েছে?
উত্তরঃ ২৯৭টি সিঁড়ি।
৫) প্রশ্নঃ কোন দেশের জাতীয় সংগীতে কোন শব্দ নেই?
উত্তরঃ স্পেন (শুধুমাত্র মিউজিক রয়েছে)।
৬) প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক প্রচলিত গান কোনটি?
উত্তরঃ ‘হ্যাপি বার্থডে টু ইউ’।
৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের মানচিত্রের কোন অস্তিত্ব নেই?
উত্তরঃ বেলেডোনা।
৮) প্রশ্নঃ ভারতের প্রথম টিভি সিরিয়ালের নাম কী ছিল?
উত্তরঃ হাম লোগ।
৯) প্রশ্নঃ বিশ্বের কোন পাথরটি জলে ভাসে?
উত্তরঃ পিউমিস।
১০) প্রশ্নঃ কোন শহরকে ‘সিংহের শহর’ বলা হয়?
উত্তরঃ সিঙ্গাপুর। মজার বিষয় হলো, এই শহরে একটিও সিংহ নেই।
১১) প্রশ্নঃ কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন?
উত্তরঃ আর্যভট্ট।
১২) প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ টির নাম কী?
উত্তরঃ শুক্র গ্রহ (দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার)।
১৩) প্রশ্নঃ চাঁদের বুকে কারা ইন্টারনেট পৌঁছে দিয়েছে?
উত্তরঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
১৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক পরিমাণে কয়লা পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জ।
১৫) প্রশ্নঃ কোন কাজটি মেয়েরা বসে করে, দাঁড়িয়ে করতে পারে না?
উত্তরঃ গরুর দুধ দোয়ানো (এই কাজটি যে কেউ করতে পারে শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছিল)।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.