আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়, এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন। যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর।
এদিকে আসিফ আকবর বিসিবির পরিচালক হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী বেগম সালমা আসিফ মিতু। এক ফেসবুক পোস্টে সালমা আসিফ লিখেছেন, ‘অভিনন্দন, আসিফ আকবর মিঠু। আমিও অন্যদের মতো আপনার একজন ভক্ত। আপনার মেধা, সততা ও প্রখর দূরদর্শিতা আপনাকে আরও উজ্জীবিত করুক। প্রাণে বাস করে আমাদের।
দেশভক্তি নিঃশ্বাসে। নিজের ক্ষতি করেও অন্যের উপকার আমাদের রক্তে। শূন্য থেকে শুরু করা ব্যক্তিত্ব আপনার। শুভকামনা রইল আগামী পথচলা হোক মসৃণ, প্রাণবন্ত।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.