বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মিহি আহসান টেলিভিশন নাটকে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। কিন্তু পর্দার বাইরে এ অভিনেত্রী বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ততায় পূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনযুদ্ধের গল্পই জানালেন অভিনেত্রী। ‘তারাবেলা’ অনুষ্ঠানে মিহি আহসান নিজের জীবনের অজানা গল্প শোনালেন।
এর আগে ২০১৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন মিহি আহসান। বর্তমানে অভিনেত্রী নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। একক ও ধারাবাহিক নাটকের শুটিং ঘিরেই তার সব ব্যস্ততা বলে জানান অভিনেত্রী।
বিয়ের প্রসঙ্গে মিহি আহসান বলেন, আমি বিয়ের পর জানতে পারি, আমার সাবেক স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। তিনি বলেন, আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই।
তিনি বলেন, কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি না। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ বুঝতে পারে না, সেই সময় কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম, নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই থাকতে হবে।
মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করা প্রসঙ্গে মিহি আহসান বলেন, হ্যাঁ, সত্যি। আমার বিয়ের কাবিন ছিল মাত্র ১৮ টাকা। তখন আমি ছোট, বুঝিনি কিছু। এখন মনে হয়—এটিও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, তা বিশ্বাস দিয়ে হয় বলে জানান অভিনেত্রী।
মিহি বলেন, মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুবই দুর্বল। কারণ একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি।
তিনি বলেন, আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখে ফেলুক। তাই সবসময় হাসি দিয়ে সেটি ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম। হয়তো এ কারণে মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।
অভিনেত্রী বলেন, তবে সত্যি বলতে— আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান মিহি আহসান।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.