ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘদিন দেশের বাইরে আছেন। এর ফাঁকেই একেক দিন একেক সাজে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন লুকে, আবার কখনো একেবারেই ক্যাজুয়াল ভঙ্গিমায়। প্রতিবারের মতো এবারও তার নতুন লুক ভক্তদের মাঝে আলাদা সাড়া ফেলেছে।
অভিনয় থেকে শুরু করে আইটেম গানে নাচ— সবখানেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব অভিনেত্রী। নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সেই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৪ অক্টোবর) সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন কিছু ছবি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন অভিনেত্রী। খোলা চুল, হালকা সাজ ও হালকা গহনায় সাজানো ফারিয়ার এ লুক মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকাবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।
ছবিগুলোর ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন—‘তোমার চোখে বেশি লাগছে? তাহলে স্ক্রল কর, প্রিয়’। অর্থাৎ যারা নুসরাতের এই অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য ‘স্ক্রল করে এগিয়ে যাওয়ার’ বার্তা দিলেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই তা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট। অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.