পটুয়াখালীতে এক বিরল ঘটনার জন্ম দিয়েছে ১২ বছরের শিশু জুবাইদা আক্তার আখি। কয়েক মাস আগে পর্যন্ত যে ছিল পরিবারের স্নেহের কন্যা, এখন সে তানভীর ইসলাম, পারিবারিকভাবে স্বীকৃত একজন ছেলে। হঠাৎ লিঙ্গ-পরিবর্তনের এ ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে দারুণ আলোচনার সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের শ্রমজীবী পরিবারটির বড় সন্তান তানভীর। আগে যার পরিচয় ছিল জুবাইদা আক্তার আখি। পড়াশোনা করছে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায়।
পরিবার জানায়, প্রায় দুই মাস আগে জুবাইদার নাক-মুখ থেকে রক্ত পড়ে। চিকিৎসা নিয়ে সুস্থ হলেও কিছুদিন পর হঠাৎ সকালে ঘুম থেকে উঠে সে নিজের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। এতে পরিবার হতবাক হয়ে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে দেখা যায়, জুবাইদা আসলে এক ছেলের শারীরিক গঠনে রূপান্তরিত হয়েছে।
চিকিৎসকের এমন মত পাওয়ার পর থেকেই প্রতিবেশীসহ বহু মানুষ জুবাইদাদের বাড়িতে ভিড় করছেন।
তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার জানান।
“এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আমার মেয়ে অসুস্থ হওয়ার পর অনেক চিকিৎসা করিয়েছি, এখন সত্যিই ছেলে হয়েছে জেনে আমরা খুশি। তবে চিকিৎসা করতে করতে আর্থিকভাবে খুব দুর্বল হয়ে গেছি।”
দাদা মজিদ চৌকিদার বলেন,
“আমার আগে শুধু দুটি নাতনি ছিল। ছেলের জন্য কালামের অনেক ইচ্ছে ছিল। আল্লাহ সেই আশা পূরণ করেছেন। এখন নাতনি-নাতি দুটোই আছে।”
জুবাইদা থেকে তানভীরে রূপান্তরিত শিশু বলছে,
“মাদরাসায় আমার বান্ধবীরা ছিল। এখন আমি ছেলে, তাই ওদের সাথে আগের মতো মেশা সম্ভব নয়—এটা খারাপ লাগে। তবে এখন ভালো লাগছে। একজন ইসলামী সংগীত শিল্পী হতে চাই। সবাই দোয়া করবেন।”
প্রতিবেশী মোশারেফ বলেন,
“এমন ঘটনা জীবনে শুনিনি। কিন্তু চোখের সামনে দেখে আল্লাহর রহমত মনে হচ্ছে।”
এই ঘটনাকে ‘অলৌকিক’ বলতে রাজি নন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। তিনি বলেন,
“বিজ্ঞানের ভাষায় এমনভাবে হঠাৎ লিঙ্গ পরিবর্তন সম্ভব নয়। তবে ক্রোমোজোমগত জটিলতা কিংবা জন্মগত অস্পষ্ট লিঙ্গ (Ambiguous Genitalia) পরবর্তীতে বোঝা যেতে পারে, অথবা ছোট অপারেশনের বিষয় থাকতে পারে। বিশেষজ্ঞরা পরীক্ষা করলে বিস্তারিত জানা যাবে।”
আর্থিক সংকটের মাঝেও পরিবার শিশুটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। স্থানীয়ভাবে সাহায্যের দাবিও উঠছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.