‘ইত্যাদির’র মাধ্যমে পরিচিতি পাওয়া গায়ক আকবর কি;ডনি জটিলতাসহ নানা রো;গে আক্রান্ত। তার শা;রীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে অস্ত্রো;প;চার করে তার ডান পা কে;টে ফেলা হয়েছে।
বিষয়টি আকবরের ফেসবুক থেকেও এক স্ট্যাটাসে জানিয়েছেন তার মেয়ে। সেখানে লেখা হয়েছে, আব্বুর অ;পা;রেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কে;টে ফেলে দেয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তা;কাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে? সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
জানা যায়, গেলো ১০ অক্টোবর থেকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি আছেন আকবর। রোববার বিকেলে সেখানেই আকবরকে অপা;রেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। এরপর ডান পা কে;টে ফেলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় সহযোগিতা করছে। আকবরের চিকিৎসার দায়িত্বে আছেন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলেছিল আকবরের চিকিৎসা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আকবরের চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন আকবরের স্ত্রী। এর জন্য ধার-দেনা করার পাশাপাশি ঘরের আসবাবপত্রও বিক্রি করতে হয়েছে তাকে।
আকবরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ লাখ টাকার সঞ্চয়পত্র দেন, সেই অনুদানের অর্থ থেকে থেকে প্রতি মাসে ১৬ হাজার টাকা সুদ পান আকবর। সেই টাকাতেই এতদিন আকবরের চিকিৎসা চলেছে। এছাড়া ব্যক্তিগতভাবে কাছের মানুষরাও সহযোগিতা করেছেন।
ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকেন আকবর। ২০০৩ সাল থেকেই ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। কিন্তু পাঁচ বছর ধরে কিডনির সমস্যা বেড়ে যায়। তখন থেকে স্টেজ শো বাদ দিতে হয়েছে তাকে।
গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। গান না শিখলেও আকবরের কণ্ঠের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন তিনি।
২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান।
এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
